রাশিয়া তার সামরিক ক্রয় কমপক্ষে ৭০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ন্যাটোর অ-বন্ধুত্বসুলভ নীতি এবং অাইএস'র হুমকির মুখে দেশটি সামরিক ক্রয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর প্রেস টিভির
রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, বার্ষিক ক্রয় তালিকায় প্রায় ২০০ বিমান এবং হেলিকপ্টার, ৩০টি জাহাজ ও ডুবোজাহাজ এবং ৬০০ সাঁজোয়া যান থাকবে। ২০২১ সাল পর্যন্ত এ ক্রয় কর্মসূচিতে আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ অন্তত ৭০ শতাংশ বাড়ানো হবে।
রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালারি গেরাসিমোভ এ কথা জানিয়েছেন। তিনি মস্কোতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রুশ সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা, বিশ্বে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নিয়ে মস্কো যখন উদ্বেগ প্রকাশ করছে তখন এ ঘোষণা দেয়া হলো।
শীতল যুদ্ধর পর ন্যাটো-মস্কো সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকেছে তখনই অস্ত্র ক্রয় বাড়ানোর ঘোষণা দিলো রুশ চিফ অব জেনারেল স্টাফ।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ