যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের পেশোয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসীদের ভয়াবহ ও সহিংস হামলার এক বছর পূর্তিতে এক বক্তৃতায় একথা বলেন মালালা। গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারের ওই সেনা স্কুলে হামলায় প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছিল। এদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলটির শিক্ষার্থী।
মালালা তার বক্তৃতায় বলেন, 'ট্রাম্পের বক্তব্য ঘৃণায় ভরপুর। সন্ত্রাসের জন্য মুসলমানদের দায়ী করা হলে তা কেবল কট্টরপন্থাকেই উস্কে দিবে।'
মালালা ইউসুফজাই নিজেও ২০১২ সালে তালেবানদের হামলার শিকার হয়েছিল। পরে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন তিনি। পাকিস্তানে নারী শিক্ষা ও তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে গতবছর ভারতের কৈলাশ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান বার্নানডিনোতে পাকিস্তানী বংশোদ্ভূত এক মার্কিন দম্পতির গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই এক প্রচার সমাবেশে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছিলেন। বিশ্বব্যাপী তার এ বক্তব্যের তুমুল নিন্দা হয়। খোদ রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থীরা ট্রাম্পের নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসও তার বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ