ইরাকের সৌদি সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ২৬ কাতারি শিকারিকে অপহরণ করেছে একদল অজ্ঞাত বন্দুকধারী।
বুধবার স্থানীয় সময় ভোরে ইরাকের সামাওয়া প্রদেশের লায়াহ’র নিকটবর্তী একটি এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে প্রাদেশিক সরকার ও পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
প্রায় ৬০টি গাড়িতে করে বন্দুকধারীরা শিকারিদের ক্যাম্পে ঢুকে তাদের অপহরণ করে। শিকারিদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ।
সামাওয়া প্রদেশের প্রশাসক ফালিহ আল-জায়াদি বলেছেন, কাতারের অন্তত ২৬ জনের একটি শিকারি দলকে সামাওয়া মুরভূমির বুসায়া এলাকায় তাদের ক্যাম্প থেকে অপহরণ করা হয়েছে।
বছরের এই সময়টায় বিভিন্ন গালফ রাষ্ট্র থেকে শিকারিরা ইরাকের এই এলাকায় এসে জমায়েত হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন