সিঙ্গাপুর প্রণালীতে একটি ট্যাঙ্কারের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষে ছয় ব্যক্তির নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
গতকাল বুধবার রাতে ইন্দোনেশিয়ার বটম দ্বীপের উপকূলে সংঘর্ষের পর মালবাহী জাহাজটি ডুবছে বলে জানা গেছে।
জাহাজটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে কেম্যান দ্বীপের নিবন্ধিত স্টোল্ট কমিটমেন্টের ট্যাঙ্কারটির সঙ্গে মালবাহী থর্কো ক্লাউড জাহাজটির সংঘর্ষ হয়। জাহাজটিতে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকা ছিল। এ ঘটনায় ট্যাঙ্কারটির সামান্য ক্ষতি হয়েছে।
বটম দ্বীপ থেকে সাত মাইল দূরে ইন্দোনেশিয়ার জলসীমায় দুর্ঘটনাটি ঘটেছে।
মালবাহী জাহাজটির ১২ জন ক্রুদের মধ্যে ছয়জন নিখোঁজ হয়েছেন। বাকিদের উদ্ধার করে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন