'ন্যাশনাল হেরাল্ড' পত্রিকার মামলায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন। শনিবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত ৫০ হাজার রুপির বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
এদিন, বাদীপক্ষের আইনজীবী মামলা চলাকালীন সোনিয়া ও রাহুলের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞার আবেদন জানালে বিচারক তা নাকচ করে দেন। একইসঙ্গে এই মামলায় পরবর্তী হাজিরার জন্য ২০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওইদিনও মা-ছেলেকে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মাত্র ৫ মিনিটের কম সময়ের শুনানিতে আদালত বিরোধীদলীয় নেতা ও তার ছেলেকে জামিনের আদেশ দেন।
মামলার হাজিরার দিন সোনিয়া ও রাহুলের অল্প কিছুক্ষণ আগে আদালতে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রাহুলের পক্ষে জামিনদার হন।
জওহরলাল নেহরুর প্রতিষ্ঠা করা ন্যাশনাল হেলাল্ড পত্রিকার তহবিল তছরূপের দায়ে সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
কংগ্রেসের পক্ষ থেকে এ মামলাকে ক্ষমতাসীন বিজেপির ‘ঘৃণ্য রাজনৈতিক কূটকৈৗশল’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব