ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে।
আজ শনিবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
জাহাজটি সুলাওয়েসির কোলাকা থেকে দক্ষিণ সুলাওয়েসির উদ্দেশে রওনা হয়েছিল। এতে ১০৮ জন যাত্রী ছিল বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। অপর একটি সংবাদমাধ্যম দাবি করেছে, জাহাজটিতে ১২২ জন যাত্রী ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন