রাশিয়ার কাউন্টার ইন্টেলিজিন্স সার্ভিস চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ৩২০ জন বিদেশি গুপ্তচর এবং তাদের অনুচরদের শনাক্ত করেছে। 'গোয়েন্দা কর্মীদের দিবস'র আগে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন।
এ ছাড়া, রুশ গোয়েন্দা সংস্থাগুলো দেশটিতে সন্ত্রাসবাদ সংক্রান্ত ৩০টি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে জানান পুতিন। সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতায় বিশেষভাবে জোর দেয়ার জন্য রুশ গোয়েন্দা সংস্থাগুলোকে আহ্বান জানান তিনি।
পুতিন বলেন, 'কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থা রাশিয়াতে তাদের তৎপরতা জোরদার করছে। বিদেশি গোয়েন্দা সংস্থা এবং তাদের অনুচরদের যথাযথ জবাব দেয়ার জন্য রাশিয়া প্রস্তুত বলেও এ সময়ে ঘোষণা করেন তিনি।'
রুশ গোয়েন্দা সংস্থাগুলো দেশটিতে দুর্নীতি, জালিয়াতিবিরোধী লড়াই এবং সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে পুতিন বলেন, 'রুশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের সঙ্গেও সহযোগিতা করা উচিত।'
রুশ অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএসবি ছাড়াও দেশটিতে পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর, প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ, সীমান্ত গোয়েন্দা সংস্থা এফপিএস, ফেডারেল গার্ড সার্ভিস অব রাশিয়ান ফেডারেশন এএসও এবং মাদকনিয়ন্ত্রণ সংক্রান্ত ফেডারেল গোয়েন্দা সংস্থা এফএসকেএনসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা দেশটিতে তৎপর রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/শরীফ