সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই সন্ত্রাসবাদ মোকাবেলায় ও শান্তি অর্জনের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সৌদির নেতৃত্বে গঠিত মুসলিম দেশগুলোর জোটের বিরুদ্ধে চীনের সমর্থন ঘোষণা করেছেন। খবর চায়না টাইমস।
একইসঙ্গে হং লেই বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় সৌদি আরব ও অন্যান্য দেশের প্রচেষ্টাকে চীন সমর্থন দেয়। চীনের প্রত্যাশা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করবে। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে।
তিনি বলেন, মানবতার কল্যাণের জন্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থনদানের বেলায় চীন সবসময়ই অগ্রগামী ছিল। শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি স্থাপনে চীন সৌদি আরবের সঙ্গে ভালো সম্পপর্ক বজায় রেখে চলে।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা