দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন এক যুবক। টুইটারের মাধ্যমে কেজরিওয়ালের মেয়েকে ধর্ষণ করার আহ্বান জানিয়ে ধর্ষণকারীকে পুরস্কাররের ঘোষণা দিলেন ওই যুবক।
গতকাল শনিবার গ্যারি সিং নামে ওই যুবক টুইট করে জানান, ‘কেউ কেজরিওয়ালের মেয়েকে ধর্ষণ করো, তবে ধর্ষকের বয়স ১৭-১৮ এর মধ্যে হতে হবে। আমি তাকে ১ লাখ রুপি নগদ এবং একটি নতুন মোটরসাইকেল উপহার দেব’।
গ্যারির ওই টুইটের পরই সামাজিক মাধ্যমে বেশ হইচই পড়ে যায়। ইতোমধ্যেই কুরুচিকর ওই টুইটটি নজের আসে দিল্লি মহিলা কমিশনের সদস্য প্রমীলা গুপ্তার। পাল্টা টুইট করে ওই ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি ওই যুবকের কঠোর শাস্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি। প্রমীলা বলেন, ‘অভিযোগটা দেখেছি, এই টুইটটি মুছে ফেলা হয়েছে। কিন্তু আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব’।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসের মধ্যে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত একমাত্র নাবালককে মুক্তির প্রতিবাদে ভারত জুড়ে যখন বিক্ষোভ চলছে ঠিক সেই সময়ই এই পোস্টটিকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে। যদিও বিতর্কের পরই ওই টুইটটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে ফেলেন ওই যুবক।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা