চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে একটি ইন্ড্রাস্টিয়াল পার্কের ৩৩টি ভবন ভেঙে পড়ার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৯১ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি ও সিএনএনের।
গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে রবিবার সকালে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৩৩টি ভবন ধসে পড়লে ভেতরে লোকজন আটকা পড়ে। এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনও ৫৯ পুরুষ ও ৩২ নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ভূমিধসের খবর পাওয়ার পরপরই চীনের অন্যতম বৃহৎ ইন্ড্রাস্ট্রিয়াল এলাকাটি থেকে প্রায় ৯০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ চালাচ্ছে ১১টি উদ্ধারকারী দল। এ ছাড়া পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মোট ৭০০ লোক আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে চারটি ড্রোন ও ৩০টি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধার অভিযান কমান্ড সেন্টার ও তিনটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা