যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করলেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী সিলবান শালম। একইসঙ্গে তিনি উপ-প্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন। তবে শালম জানিয়েছেন নিজ পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন তিনি ।
এদিকে, সম্প্রতি শালমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে একাধিক নারী। ওইসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এই নিয়ে বিগত কয়েক বছরে যৌন হয়রানির দায়ে ইসরায়েলের বেশ কয়েক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চ পর্যায়ের ব্যক্তি পদত্যাগ করলেন। যদিও শালম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অস্বীকার করেছেন।
উল্লেখ্য, গত মাসে ইসরায়েলের এক সংসদ সদস্য ইয়ানুন মগল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেন। এছাড়া পুলিশের জালিয়াতি বিরোধী শাখার প্রধানের আনা যৌন হয়রানির তদন্ত চলছে। ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোশে কাস্তভকে ধর্ষণের অপরাধে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা