দিল্লি বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চার্টার প্লেন বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দ্বর্কা ৮ নম্বর সেক্টরের বগদোলা গ্রামে স্থানীয় সময় সকাল ১০টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) প্লেনটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।
প্লেনটিতে ১০ জন আরোহী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএসএফ সূত্রের বরাত দিয়ে খবরে আরও জানানো হয়, প্লেনটি স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছু পরই নিকটবর্তী একটি দেয়ালে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ