কিশোরীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচারে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তাকে একশ' বছরের জেল ও ১৫ ঘা বেত মারার শাস্তি দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তার নাম রোহাইজাত আবদুল অ্যানি। তিনি ডেপুটি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, ২০১২ সালে দু'দিন কোটা কিনাবালুর এক হোটেলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচার করে। কিশোরীকে তিনি চারবার ধর্ষণ ও তার সঙ্গে বিকৃত সঙ্গমও করেন বলে অভিযোগ উঠে। রায়দানের সময় পাশে ছিলেন দোষী পুলিশ কর্মকর্তার স্ত্রী।
১০০ বছর জেল সঙ্গে ১৫ ঘা বেতের শাস্তি দিয়ে আদালত জানায়, পুলিশের কাজ সাধারণ মানুষের রক্ষক হওয়া। আইনের চোখে ওর আচরণের কী ফল হতে পারে, তা ভাবেনইনি অভিযুক্ত। নির্যাতিতার বয়স, অনুভূতি-বিচার করেননি তাও।' সাজা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন ৫৪ বছর বয়সি ওই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন