রাষ্ট্রবিরোধী অনুপ চেটিয়া অবশেষে সবগুলো মামলায় জামিন পেয়েছেন। গতকাল বুধবার তিনি সর্বশেষ মামলাটি থেকে জামিন পেয়েছেন। এর আগে জামিন পান আরো তিনটি মামলায়।
জামিনের খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি মুক্তি পেয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার হাস্যোজ্বল একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, উপস্থিত সমর্থক, নেতাকর্মীদের উদ্দেশে তিনি হাত তুলে অভিনন্দনের জবাব দিচ্ছেন। খবর অনলাইন এএনআই।
গত মাসে অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতের হাতে তুলে দেয়া হয়। সেখানে গোয়াহাটি কেন্দ্রীয় কারাগার হয় তার ঠাঁই। একে একে তিনটি মামলায় তিনি জামিন পাওয়ার পর বুধবার তাকে সর্বশেষ মামলায় জামিন দেয় গোয়াহাটির সেশন জজ আদালত।
হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় আসাম পুলিশের ওয়ান্ডেট তালিকাভুক্ত আসামি ছিলেন অনুপ চেটিয়া। তাকে ১৯৯৭ সালে বাংলাদেশে আটক করা হয়। এখানে জেল খাটার পর গত ১১ নভেম্বর তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন