রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহাত্মা গান্ধীর ডায়েরির একটি পৃষ্ঠা ও আঠারশ' শতকের একটি বেঙ্গল তলোয়ার উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডায়েরির পৃষ্ঠাটিতে মহাত্মার হস্তলেখা নোটস ও তলোয়ারে জটিল সিলভার কারুকার্য খচিত আছে। নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। খবর পিটিঅাই'র
দু'দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে মস্কোর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন নরেন্দ্র মোদি। এরপর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে তার সরকারি দফতর ক্রেমলিনে যান মোদি। সেখানেই একান্ত আলাপচারিতার সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে ওই দুটি সামগ্রী উপহার দেন পুতিন। আলাপচারিতায় তারা দু'জনই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ