চীনের শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের উপর এক বিতর্কিত প্রতিবেদন লেখায় এক ফরাসি সাংবাদিককে বহিস্কার করেছে দেশটি। ওই লেখায় উইঘুরসংক্রান্ত চীনের নীতির সমালোচনা করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই সাংবাদিকের নাম উরসুলা গথিয়ের। সে ফরাসি নিউজ ম্যাগাজিন ল'বস'র একজন সাংবাদিক। খবর বিবিসির
সাংবাদিক উরসুলার প্রেস কার্ড আর নবায়ন করা হবে না বেইজিং নিশ্চিত করেছে। ফলে নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারবেন না তিনি। তাই অাগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই তাকে চীন ছাড়তে হবে।
বহিস্কার প্রসঙ্গে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, উইঘুর নিয়ে সাংবাদিক উরসুলার প্রতিবেদন সন্ত্রাসবাস ও নিষ্ঠুর কর্মকাণ্ডের সমর্থন করে যা ইতোমধ্যে সেখানে বহু লোকের প্রাণহানি ঘটিয়েছে।
এর আগে ২০১২ সালে মেলিসা চ্যান নামে অাল জাজিরার এক সাংবাদিককে বহিস্কার করেছিল চীন। এরপর এই প্রথম দেশটিতে কোনো বিদেশি সাংবাদিক বহিস্কারের ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ