দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মাফলার নিয়ে আলোচনা-সমালোচনা, ব্যঙ্গ চারিদিকে। এবার সেই ব্যঙ্গকেই হাতিয়ার করে তীর ছুঁড়ে দিলেন কেজরিওয়াল। দিল্লিতে তার দফতরে সিবিআই তল্লাশি নিয়ে রেগে অাছেন। তিনি বলেন, ‘‘সম্প্রতি মোদিজি একটি তল্লাশি চালিয়েছেন। কিছুই পাওয়া যায়নি। আমার অফিসে তল্লাশি চলেছে। তারা যদি আমার বাড়িতে তল্লাশি চালান, তা হলে হিসাব-বহির্ভূত গোটাচারেক মাফলার পেতে পারেন।’’
দ্বিতীয় দফায় দিল্লিতে ক্ষমতায় আসার আগে আম আদমি পার্টই প্রচার চালিয়েছিল, ‘‘মাফলারম্যান রিটার্নস’’। শুধু তা-ই নয়, কেজরওিয়ালের মাফলার ব্যঙ্গচিত্রের রীতিমতো প্রিয় বিষয় হয়ে ওঠে। এমনকী আমূলও তাদের বিখ্যাত ব্যঙ্গচিত্র-সিরিজে কেজরিওয়ালকে মাফলারেই দেখিয়েছে। আর এবার কিনা সেই ‘মাফলার’-ই হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রীর হাতিয়ার।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা