আফগানিস্তান সফর শেষে গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিক এক সফরে পাস্তিানের লাহোর যান। তার এই সফরকে কেন্দ্র করে বিরোধী শিবির একের পর এক তোপ দেগেই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খোঁচা মারলেন কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারী। গতকাল তিনি বলেছেন, নোবেল পুরস্কার পাওয়ার লোভে পাকিস্তানে আচমকা সফর করেছেন মোদি। জন্মেদেনর শুভেচ্ছা নয়, লোক দেখাতেই তার এই সফর।
শুক্রবার লাহোর আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর সন্ধ্যায় নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ শেষে দিল্লির পথ ধরেন মোদি। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সেদিন ৬৬তম জন্মদিন। এদিন সকালেই মোদি ফোন করে নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপর কাবুলে ঠাসা কর্মসূচির পর মোদির টুইট, ‘‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বললাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম।’’ এই টুইটের এক মিনিট পরই আবার টুইট করেন মোদি। লেখেন, ‘‘আজ বিকেলে লাহৌরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা হচ্ছে। দিল্লি ফেরার পথে আমি সেখানে নামব।’’ এরপর লাহোরে নওয়াজ শরীফের পারিবারিক বাসভবনে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির এটাই প্রথম পাকিস্তান সফর। শুধু তাই নয়, ১২ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন পাকিস্তানের মাটিতে। ২০১৬-তে মোদির পাকিস্তান সফর নির্ধারিত হয়েছিল আগেই। তবে তার আগেই ভারতের প্রধানমন্ত্রীর বিমান পাক বিমানবন্দরের রানওয়েতে নামল।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা