অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লির রাজ্য সরকার বিজেপি নেতা ও কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলির বিরুদ্দে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে [ডিডিসিএ] কথিত দুর্নীতির অভিযোগে একটি তদন্ত কমিশন গঠন করেছিল। বিচারপতি গোপাল সুব্রামানিয়ামের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি গতকাল ২৪৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। তদন্তে ডিডিসিএ'র প্রধান থাকাকালে অরুণ জেটলি কর্তৃক কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এমনকি প্রতিবেদনে জেটলির নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। কমিশন কর্তৃক ক্লিন চিট পাওয়ার প্রেক্ষিতে কেজরিওয়ালকে উক্ত ইস্যুতে বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। তবে ক্ষমা চাবেন না বলে আজ এক টুইট বার্তায় জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। খবর পিটিআই'র
তদন্তে অরুণ জেটলি কর্তৃক দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে গতকালই বিজেপির তরফে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য কেজরিওয়ালের প্রতি আহ্বান জানানো হয়। এ আহ্বানের প্রেক্ষিতেই কেজরিওয়াল ক্ষমা না চাওয়ার কথা আজ জানিয়েছেন। তদন্ত কমিশন কাউকে ক্লিন চিট দেয়নি বলেও টুইট বার্তায় লিখেন কেজরিওয়াল।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/শরীফ