পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সরকারি অফিসের মূল ফটকে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৬ জন। খবর দ্য ডনের।
প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানে নিসাট্টা রোডে ন্যাশনাল ডাটাবেজ ও রেজিস্ট্রেশন অথরিটির (নাডরা) কার্যালয়ের মূল ফটকে মোটরসাইকেলযোগে এক আত্মঘাতী হামলাকারী এই বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।
ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন জামাতুল আহরার। এই সংগঠনটি গত বছর ওয়াগা সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছিল। প্রতিবেদনে বিবিসির উদ্ধৃতি দিয়ে সংগঠনটির প্রধান মোহাম্মদ খোরাসানি বলছে, ''পাবলিক প্লেসে হামলা চালানো ছাড়া আমাদের কোনো উপায় নেই।''
মারদান বিভাগের পুলিশের উপ-মহাপরিদর্শক সায়েদ ওয়াজির জানান, এটি আত্মঘাতী হামলার ঘটনা। তিনি আরো জানান, নিরাপত্তা প্রহরী হামলাকারীকে গেটে আটকে দেয়। এ সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় মোটরসাইকেলটি অফিসের দিকে ছিটকে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব