সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রখ্যাত মুসলিম ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৬ জনের ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪৭ জনের মধ্যে শেখ নিমর ছিলেন অন্যতম।
২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যে ব্যাপক সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল তার পক্ষে জোরালো সমর্থন প্রকাশ করেছিলেন শেখ নিমর। দুই বছর আগে গ্রেফতারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি, এতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আগেই হুঁশিয়ারি জানিয়ে ইরান বলেছিল, “নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে বড় ধরনের খেসারত দিতে হবে।”
নিমর ছাড়া অন্য যে ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অধিকাংশই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে আল কায়েদার চালানো ধারাবাহিক হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে খবরে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব