ভারতের উত্তরপ্রদেশের বললামপুরে পর্যটকবাসী বাস ও জিপের সংঘর্ষে ১২ পুণ্যার্থী নিহত হয়েছেন। শনিবারের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বললামপুরের পুলিশ সুপার উমেশ চন্দ্র শ্রীবাস্তব জানান, ‘এদিন সকালে স্থানীয় তুলসীপুরের দেবী পাটান মন্দির দর্শন করে একটি জিপে ফিরছিলেন ওই পুণ্যার্থীরা। পথেই বেলহা এলাকায় একটি মোড় ঘোরার সময় উল্টোদিক থেকে আসা বিদেশি পর্যটক বোঝাই একটি বিলাসবহুল বাসের সঙ্গে ওই জিপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জিপের মধ্যে থাকা ১০ জন পুণ্যার্থী নিহত হন। এরপর কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুই জনের। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, এই দুর্ঘটনায় বাসের কোন যাত্রী আহত হন নি। তাদের নিরাপদেই হোটেলে ফেরত পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব