আগামী ২০১৬ সালের মধ্যেই বাংলাদেশ-অাসাম (ভারত) আন্তর্জাতিক উন্মুক্ত সীমান্ত সিল করে দেওয়া হবে বলে ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার অাসামের সীমান্তবর্তী করিমগঞ্জ সেক্টরে পরিদর্শনের পর রাজনাথ একথা বলেন।
রবিবারই দুই দিনের সফরে অাসামে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে করিমগঞ্জের স্টীমারঘাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন তিনি। সীমান্ত পরিদর্শনের পর তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অাসামের আন্তর্জাতিক সীমান্ত বরাবর উন্মুক্ত সীমান্ত ২০১৬-এর মধ্যেই সিল করে দেওয়া হবে। যদিও এই উন্মুক্ত সীমান্ত আরও আগেই সিল করে দেওয়া উচিত ছিল বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই এদিন ছিলেন দেশটির কেন্দ্রীয় যুবকল্যাণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির স্থানীয় নেতৃত্ব, অল অাসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)’এর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, সভাপতি দীপন নাথ দলের অন্যান্য নেতারা। সীমান্ত পরিদর্শনের পর করিমগঞ্জের রামকৃষ্ণনগরে একটি জনসভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই গুয়াহাটিতে ফিরে আসেন তিনি।
সীমান্ত পরিদর্শনের পর আসু সভাপতি দীপক নাথ বলেন, ‘গত বছরের অগষ্টে আসার সঙ্গে বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত পরিদর্শনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজ তিনি এখানে এসেছেন। আমরা তাকে করিমগঞ্জের উন্মুক্ত সীমান্ত ঘুরে দেখালাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে চলতি বছরের মধ্যে সীমান্ত সিলে কাজ শেষ হয়ে যাবে’।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দীপক নাথ আরও জানান, ‘রাজনাথ সিং আমাদের জানিয়েছেন সীমান্ত সিলের ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে এই বিষয়টি দুই পক্ষের মধ্যেই আপসে মিটমাট করে নেওয়া হবে’।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা