শপথ নেওয়ার পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বন্দুকবাজদের হাতে প্রাণ দিলেন মেক্সিকোর টেমিক্সো শহরের মেয়র জিসেলা মোটা। শপথের পরের দিনই একদল দুষ্কৃতীর গুলি ঝাঁঝরা করে দেয় জিসেলার শরীর।
৩৩ বছরের জিসেলা আগে মেক্সিকো কংগ্রেসের সদস্য ছিলেন। মেক্সিকো শহর থেকে ৯০ কিমি দূরে টেমিক্সো শহর। এই শহরের বড় সমস্যা ড্রাগের চোরাচালান। নতুন মেয়র কথা দিয়েছিলেন, শহরকে এই সমস্যা থেকে মুক্ত করবেন। সেই প্রতিশ্রুতিই কাল হল।
শুধু ড্রাগ পাচারই নয়, নানা ধরনের অপরাধের পীঠস্থান এই টেমিস্কো শহর। খুন, জখম, অপহরণ লেগেই থাকে। নির্বাচনের আগেই জিসেলা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধ তাকে মেয়রের আসনে বসার সুযোগ করে দিয়েছিল সহজেই। মেয়র পদে শপথ নেওয়ার পরেই ঘোষণা দিয়েছিলেন, সংগঠিত অপরাধের মুক্তাঞ্চল হিসেবে শহরের যে দুর্নাম রয়েছে তা দূর করবেন। কিন্তু সময় দিল না বন্দুকবাজরা। শপথের পরের দিনই একদল দুষ্কৃতীর গুলি ঝাঁঝরা করে দেয় সাহসী মেয়ে জিসেলাকে।
মেক্সিকো পুলিশ জানিয়েছে, এই হত্যার মূল অভিযুক্ত ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। এখন এর পেছনের শক্তিকে খোঁজা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ