পতনের মুখে বৃহস্পতিবারের লেনদেন বন্ধ হয়ে গেলো চীনের স্টক মার্কেটে। যা চলতি সপ্তাহে দ্বিতীয় ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর দ্রুত সূচক পতন ঘটে। এতে ৩০ মিনিটের মাথায় সাংহাই স্টকে দিনের লেনদেন বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। যা ২৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন সময়ের লেনদেন।
এদিন লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে সিএসআই৩০০ সূচক ৫ শতাংশ কমে যায়। কিছু সময় বন্ধ থাকার পর ফের লেনদেন শুরু হলে সূচক পতন হয় ৭ শতাংশ, যা সার্কিট ব্রেকার স্পর্শ করে। ফলে দিনের লেনদেন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এদিকে, ২০১১ সালের মার্চের পর ডলারের বিপরীতে ইউয়ানের মূল্য (১ ডলার ৬.৫৬ ইউয়ান) সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে পিপলস ব্যাংক অব চায়না।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন