দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন [ডিডিসিএ]'র ঘটনার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির করা মানহানির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরুণ জেটলিকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে নতুন করে আক্রমণাত্মক কথা বলার প্রেক্ষিতে তার সমালোচনা করে একথা বলেছে দলটি। সেইসঙ্গে কেজরিওয়ালের সরকার দিল্লি শাসনে ব্যর্থ হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনছেন বলে অভিযোগ করেন বিজেপির ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা। খবর পিটিঅাই'র
দিল্লির সরকারের সমালোচনা করে বিজেপির নেতা শ্রীকান্ত শর্মা বলেন, 'কেজরিওয়াল ও তার সহযোগীদের জেলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত। তার সরকার ব্যর্খতা ও দুর্নীতি আড়াল করতে বেশ কয়েকটি অসাংবিধানিক সিদ্ধান্তনিয়েছে।' দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন প্রিন্সিপাল সেক্রেটারিকে বাঁচানোর জন্য কেজরিওয়াল বিজেপি সরকারের বিরুদ্ধে নানারকম অসাংবিধানিক অভিযোগ আরোপ করছেন বলেও জানান মি.শ্রীকান্ত।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ