এজিয়ান সাগরের গ্রিক উপকূলে শরণার্থীবাহী পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ জনই শিশু।
শুক্রবার গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি ও কালোলিমনসের উপকূলে নৌকা দু’টি ডুবে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ফার্মাকোনিসির উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, কালোলিমনসের উপকূলে অজানা সংখ্যক আরোহী নিয়ে ডুবে গেছে অপর একটি শরণার্থীবাহী নৌকা। এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৬ জন নারী, ৭ জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রায় সাড়ে ৮ লাখ শরণার্থী আশ্রয় নেয়। তাদের মধ্যে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে এজিয়ান সাগরে নৌকাডুবিতেই মারা যান কমক্ষে ৭শ’ জন।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন