পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পাক নিরাপত্তাবাহিনী। এদের মধ্যে একজন হামলাকারীদের সাহায্য করেছিল বলে জানিয়েছেন পাকিস্তান নিরাপত্তাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটায় জানান।
গত ২০ জানুয়ারি বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলা চালায় একদল জঙ্গি। এ ঘটনায় একজন অধ্যাপকসহ ২১ জন প্রাণ হারায়।
তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা পাকিস্তানের আফগান সীমান্তের তরখুম অঞ্চল থেকে এসেছিল। তারা লোকচক্ষুর আড়ালে থাকতে অস্ত্র নিয়ে বোরখা পরে এসেছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেইকারণে বিভিন্ন পুলিশের চেকপয়েন্টে ভালো করে তল্লাশি করা হয়নি। সেই সুযোগই কাজে লাগায় হামলাকারীরা।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব