ব্রাজিলে জিকা ভাইরাস সংক্রমন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। জন্ম নিচ্ছে অপূর্ণাঙ্গ মস্তিষ্কবিশিষ্ট শিশু। এ পরিস্থিতিতে জিকা ভাইরাসে আক্রান্ত নারীদের গর্ভপাতের অনুমতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির একদল আইনজীবী, অধিকারকর্মী ও বিজ্ঞানী। খবর বিবিসির।
জিকার প্রাদুর্ভাবের জন্য ব্রাজিল সরকারকে দায়ী করে রিট আবেদনে বলা হয়েছে, সরকার জিকা ভাইরাস বহনকারী এডিস মশা নির্মুলে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।
সম্প্রতি ব্রাজিলে জিকা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটিতে প্রায় ৩ হাজার ৫০০ শিশুকে জিকা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪৯ শিশু। জিকা ভাইরাসে আক্রান্ত মায়েদের শিশুরা অপূর্ণাঙ্গ মস্তিস্ক নিয়ে জন্ম নেওয়ায় দেশটিতে নারীদের গর্ভধারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অনেক নারী গর্ভধারণের পর জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। কিন্তু ব্রাজিলে আইনগতভাবে গর্ভপাত নিষিদ্ধ। শুধু স্বাস্থ্যগত ও ধর্ষণের শিকার হলে এর অনুমতি রয়েছে।
ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক দেবরা দিনিজ বলেন, দরিদ্র শ্রেণির লোকদের মধ্যে জিকা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ব্রাজিলে ধনী নারীরা বৈধ বা অবৈধভাবে নিরাপদে গর্ভপাত ঘটাতে পারে। কিন্তু দরিদ্র নারীদের এর জন্য নানা ভোগান্তি পোহাতে হয়। তাদেরকে অবৈধভাবে এ কাজটি করতে হয় অথবা সন্তান জন্ম দিতে হয়। কিন্তু এটা কেবল গর্ভপাতের বিষয় নয়, এটা নারীর অধিকারের বিষয়।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ