সিরিয়ার চলমান সংকট নিরসনে মধ্যস্থতায় বসতে রাজি হয়েছে দেশটির বিরোধীদের সংগঠন ‘হাইয়ার নেগোশিয়েটিং কমিটি’। তবে এক্ষেত্রে শর্ত বেঁধে দিয়েছে তারা। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফারাহ আতাসি নামের সংগঠনের এক মুখপাত্র একথা বলেন। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়, ফারাহ আতাসি বলেন, জেনেভায় তাদের ছোট একটি প্রতিনিধিদল পাঠানো হবে। তবে তারা চলমান সংকট নিরসনে মধ্যস্থতা নয়, আলোচনা করবে। তবে ওই প্রতিনিধিদলে ঠিক কতজন লোক থাকবে, তা নিশ্চিত করেননি আতাসি। তবে তিনি বলেন, তারা শনিবার সেখানে পৌছাবে।
হাইয়ার নেগোশিয়েটিং কমিটির মুখপাত্র মনজুর মাখাউস বলেন, সিরিয়ারবিরোধীরা তাদের অবস্থান বদলাবে না। তিনি বলেন, তাঁদের সংগঠনের লোকজন জেনেভায় যাবে। কিন্তু সেটি নিছক আলোচনার জন্য।
মাখাউস আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আসাদ সরকার তাদের মানবিক শর্তগুলো পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মধ্যস্থতা তাঁরা করবেন না। তাঁর মতে, মধ্যস্থতা শুরু করতে চাইলে বর্তমান সরকারকে অবশ্যই বোমাবাজি বন্ধ করতে হবে এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভুখা লোকদের কাছে খাদ্য সরবরাহ করতে হবে।
প্রসঙ্গত, সিরিয়ার বাশার আল আসাদের পতন ঠেকাতে তার সরকার-বিদ্রোহীদের সংঘর্ষ এখনো চলছে। ২০১৫ সালের আগস্ট মাস পর্যন্ত জাতিসংঘের হিসাব অনুযায়ী ২ লাখ ৫০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে আরব বিশ্বের এই দেশটিতে। তারপরও ক্ষমতা থেকে নেমে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করতে দেখা যায়নি আসাদ সরকারের।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব