ওয়েস্ট লন্ডনের একটি বাড়ি থেকে মা ও তার ৭ বছর বয়সী শিশু পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ৩৭ বছর বয়সী সিনিয়াড হিগিংস এবং অসিন ও'ড্রিসকলকে পাওয়া যায় রুইলস্লিপের ঠিকানায়। ওই সময় তাদের বন্ধু এবং প্রতিবেশীরা জনসচেতনতামূলক বিষয় কিছু করা চেষ্টা করছিলেন।
নিহতদের এক প্রতিবেশী জানান, সিনিয়াডকে শেষ দেখেছিলাম গত রবিবার। ব্যাগ হাতে নিয়ে তিনি নিশ্চিত সেইন্টসবুরিতে যাচ্ছিলেন। সে কোনো কথা বলেনি। মাথা নিচু করে হেঁটে যান। শেষ কথা হয়েছিল এক ঘণ্টার মতো মাসখানেক আগে। সে কিছু নিয়ে পাগলের মতো হয়ে উঠেছিল। বলছিল, সবকিছু এলোমেলো হয়ে গেছে।
হোমিসাইড অ্যান্ড মেজর ক্রাইম কমান্ড বিভাগের গোয়েন্দারা বিষয়টি তদন্ত শুরু করেছেন। তাদের অতি নিকট আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। তদন্তকারী হোমিসাইড এবং মেজর ক্রাইমের গোয়েন্দা ডেভ বোল্টন জানান, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ভিত্তিতে বলা যায়, এই মর্মান্তিক ঘটনার পেছনে তৃতীয় কেউ জড়িত নন।কারো কাছে কোনো তথ্য থাকলে আমি অনুরোধ করবো, তিনি যেন সেই তথ্য নিয়ে এগিয়ে আসেন এবং আমাদের সঙ্গে কথা বলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার