সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্টকে একজন আস্ত ‘বোকা লোক’ বলে মন্তব্য করলেন! পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বললেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের একজন যোগ্য প্রেস সচিব থাকা খুব জরুরি। কারণ এখন যিনি আছেন, তিনি ঠিকঠাক কথাই বলতে পারেন না। তিনি ইতিবাচক মন্তব্য করলেও খারাপ শোনায়।
ট্রাম্পের এই ক্ষোভের কারণ, গত বুধবার জশ আর্নেস্ট অভিযোগ তোলেছিলেন, রাশিয়া যে ডেমোক্র্যাটদের ই-মেইল হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছিল, তা ডোনাল্ড ট্রাম্পও জানতেন। নিজের স্বার্থের কথা ভেবে তিনি মুখ খোলেননি। তার এমন কথায় ট্রাম্পের পাল্টা জবাব, উনি হয়তো অন্য কারো নির্দেশে এসব বলছেন। আর্নেস্ট অবশ্য চুপ থাকার পাত্র নন। তিনি ফের বললেন, আমি কোন বিতর্ক উসকে দিইনি। তর্ক করতেও চাই না, যেটা সত্যি, তাই বলেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার