সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি আদালত নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের দায়ে এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। মেয়েকে ধর্ষণের ছবি ক্যামেরাবন্দি করে বন্ধুদের দেখাত বলে বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়াও ইন্টারনেট থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ডাউনলোড করে তা মেয়েকে দেখাত অভিযুক্ত বাবা।
নাবালিকার বয়স যখন দুই তখন থেকেই তার উপর যৌন নির্যাতন শুরু করে ওই ব্যক্তি। এরপর টানা ন’বছর ধরে চলে অত্যাচার। যখন তার স্ত্রী ও সৎ মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তারপরই নিজের মেয়ের উপর যৌন অত্যাচার করত বলে জেরায় স্বীকার করেছে ওই ব্যক্তি।
এই মামলার রায় ঘোষণার সময় বিচারক বলেন, এই নাবালিকার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তা কল্পনার অতীত। পশুদের সমাজ ছাড়া আর কোথাও এমন নির্মম অত্যাচার দেখা যায় না।
বিডি প্রতিদিন/এ মজুমদার