ভারতের টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরছেন না! তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে থেকে নতুন উদ্যোগে কাজ করবেন বলে জানানো হয়েছে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে।
সম্প্রতি ভারতের টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরছেন বলে দেশটির সংবাদপত্র একটি রিপোর্ট প্রকাশ হওয়ায় পর টাটা গোষ্ঠী তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানান। ওই সংবাদপত্রের প্রতিবেদনে টাটাদের দীর্ঘদিনের আস্থাভাজন আরকে কৃষ্ণকুমার জানিয়েছিলেন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা খুব সম্ভবত সরে যাবেন।
জানা যায়, এই টাটা ট্রাস্টই টাটা গোষ্টীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সের ৬৬ শতাংশ মালিকানা হাতে রয়েছে। মাসখানেক আগে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া নিয়ে রতন টাটা ও সাইরাসের বিবাদ এখন অন্য মাত্রা পেয়েছে। টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থা থেকেও মিস্ত্রিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই নিয়ে দেশটির বিখ্যাত ওই শিল্পমহলেও বিভাজন দেখা দিয়েছে বলে সংবাদ সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার