ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্যাম্পোরে সেনাবাহিনীর বহরে সন্ত্রাসীদের হামলায় অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। আজ শনিবার শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার প্যাম্পোরের কাদলাবালে বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবহর লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা মটরসাইকেল যোগে এসে এলাপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আবাসিক এলাকা ঘেরাও করে সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায়।
চলতি বছরে প্যাম্পোরে বেশ কয়েকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। অক্টোবরে জঙ্গিরা প্যাম্পোরের একটি সরকারি ভবনে হামলা চালায়। পরে ৬০ ঘণ্টার বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়।
এর আগে, গত ফেব্রুয়ারিতে প্যাম্পোরের আরেকটি সরকারি ভবনে জঙ্গিদের হামলায় ৫ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গিও নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম