সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অধীনে অস্ট্রেলিয়া সরকারের পার্লামেন্ট ভবনে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে দেশটির সাধারণ জনগণ। পার্লামেন্ট ভবনের বিশাল সবুজে ঘেরা লনের চারদিকে ২ দশমিক ৬ মিটার উচ্চতার ঘেরাও দেওয়া হবে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেদিন সকালেই ভবনের সবুজ ঘাসে আবৃত বিশাল লনে গণসমাবেশ ঘটে। এ লক্ষ্যে শনিবার সকালে পার্লামেন্ট চত্বর মাঠে শত শত মানুষ জড়ো হয়েছে।
জানা যায়, দেশটির অধিবাসীদের কাছে ওই জায়গাটি ভীষণ প্রিয়। সেখানে লোকজন এসে শুয়ে-বসে গড়াগড়ি খায়, ঘোরাঘুরি করে। দেশটির নাগরিক লেস্টার ইয়ও (৩৪) এর আহ্বানে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। লেস্টার ইয়ও জানান, আমি খুবই আনন্দিত যে, প্রায় ৩ হাজার মানুষ ফেসবুকের মাধ্যমে এই বিশেষ প্রতিবাদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। অনেকে পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছে। তিনি বলেন, আমি মনে করি, মানুষ যাতে এই মাঠে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, উপভোগ করতে পারে- সেটা ভেবেই স্থপতি এটি নির্মাণ করেছিলেন।
অস্ট্রেলিয়া সরকারের নতুন সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অধীনে বিতর্কিত এ বেষ্টনী কবে নাগাদ নির্মাণ করা হবে এ বিষয়ে নিশ্চিত কোনো সময়সূচি এখনো জানান হয়নি। বেষ্টনীটি তৈরি করতে ৬ কোটি অস্ট্রেলিয়ান ডলার খরচ পড়বে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার