একটি আত্মঘাতী বোমা হমলায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে কমপক্ষে ৩০ জন ইয়েমেনী সৈন্য নিহত হয়েছেন। এ হামলা আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
জানা যায়, এডেন শহরের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যরা তাদের বেতন নেয়ার জন্য জমায়েত হলে সেখানে এ হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার