কিডনি প্রতিস্থাপনের ১০ দিন পর আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরবেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
এর আগে, চলতি মাসের ১০ তারিখ তার কিডনি প্রতিস্থাপন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল শুরু থেকেই নজর রাখছিলেন সুষমার শারীরিক পরিস্থিতির উপর। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হচ্ছিলেন তিনি। মাঝের এই সময়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তার অনুগামীরাও নিয়মিত সুষমা স্বরাজের খোঁজ খবর নিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব