সাত বছর চেষ্টার পর গায়ানার শীর্ষ সন্ত্রাসী আবু বকর সিদ্দিকী দিয়াকিতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সেনেগাল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আফ্রিকা নিউজ।
২০০৯ সালের ২৮ সেপ্টেম্বরে আলোচিত হত্যাকাণ্ডের পর থেকে লুকিয়ে ছিলেন আবু বকর সিদ্দিকী দিয়াকিত। ২৮ সেপ্টেম্বর বের হওয়া ৫০ হাজার মানুষের সরকারবিরোধী ওই মিছিলে সেনাদের গুলিতে কমপক্ষে ১৫৭ জন প্রাণ হারান। ২০০৮ সালের ডিসেম্বরে সামরিক ক্যুর মাধ্যমে গায়ানার ক্ষমতায় আসেন জুন্টা নেতা ক্যাপ্টেন মুসা দাদিস কামারা। নির্বাচন দিতে অস্বীকার করায় ওই মিছিলটি বের করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের সঙ্গে আবু বকর যুক্ত ছিলেন বলে ধারণা করা হয়। ওই হত্যাকাণ্ডের কয়েক মাস পর মাথায় গুলি করে জুন্টা নেতা ক্যাপ্টেন মুসা দাদিসকেও হত্যার চেষ্টা করেছিলেন আবু বকর।
সেনেগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু সুস্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না আবু বকর। খুব শীঘ্র তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা