ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি সাহারা গ্রুপের কাছ থেকে ৪০ কোটি রুপি নিয়েছিলেন বলে গত বুধবার অভিযোগ করেন দেশটির বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে বিভিন্ন ধাপে বিতর্কিত কোম্পানিটির কাছ থেকে এ বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে যখন সাহারা গ্রুপের বিরুদ্ধে অভিযান চালায় আয়কর অধিদপ্তর, তারা এমন কিছু নথিপত্র পায় যেখানে দেখা যায় ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মাঝে মোদিকে ৪০ কোটি রুপি দেয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানান রাহুল।
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর আরো বলেন, প্রধানমন্ত্রী মোদি সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত। আমাকে পার্লামেন্টে কথা বলতে দেয়া হলে, দেশজুড়ে ভূমিকম্প তৈরি হবে। তবে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাৎক্ষণাৎ এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলটির বক্তব্য, রাহুল একজন ‘নন-সিরিয়াস’ রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।
উল্লেখ্য, সাহারা গ্রুপের বিরুদ্ধে বিপুল অংকের অর্থ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। বর্তমানে কারাগারে রয়েছেন গ্রুপটির মালিক সুব্রত রায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার