যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে মোট ২০ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৯৯৯ সালেও ৯৮ জন আমেরিকান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
১৯৭৬ সালে ফ্লোরিডা রাজ্যে গুরুতর অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদানের বিধি পুনরুজ্জীবিত করা হয়। এবার এই রাজ্যে চার জনের দণ্ড কার্যকর করা হয় বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগে। ফ্লোরিডার বিভিন্ন কারাগারে আরও ৪০০ জন রয়েছেন দণ্ড কার্যকরের অপেক্ষায়।
অপরদিকে, এ বছর টেক্সাসে সাত জনের দণ্ড কার্যকর করা হয়। ওহাইয়ো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এ বছর কারও মৃতদণ্ড কার্যকর সম্ভব হয়নি প্রয়োজনীয় ইঞ্জেকশনের অভাবে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা