অভিবাসী হিসেবে আগমণের হার হ্রাস, মৃত্যুর হার বৃদ্ধি এবং জন্ম হারে ভাটা পড়ায় আমেরিকার জনসংখ্যা বৃদ্ধির গতি এবারও মন্থর। চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা ৩২ কোটি ৩১ লাখে দাঁড়াবে। গত বছরের চেয়ে যা মাত্র দশমিক সাত শতাংশ বেশি। আমেরিকার পরিসংখ্যান ব্যুরো ২১ ডিসেম্বর এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ব্যুরোর তথ্য অনুযায়ী, অভিবাসীদের আগমনের গতি হ্রাস পাওয়ায় ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড রাজ্যেও জনসংখ্যা কমেছে। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বৈরি আবহাওয়ার কারণে নিউইয়র্ক রাজ্যে এ বছর জনসংখ্যা কমেছে ১৮৯৪ জন। নিউইয়র্ক ছেড়ে এখন অনেকে টেক্সাস, মিশিগান অথবা নিউজার্সি রাজ্যে পাড়ি জমিয়েছেন।
২০১৬ সালে মাত্র ১০ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছেন। আগের বছরের চেয়ে তা অনেক কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মনোভাব গ্রহণ করেছেন, তা বহাল হলে সামনের বছর অভিবাসীদের আগমনের হার আরও কমবে।
এ বছর সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে ইলিনয় রাজ্যে, ৩৭৫০৮ জন। ওয়েস্ট ভার্জিনিয়ায় কমেছে ০.৫৪ ভাগ। কানেকটিকাট, মিসিসিপি, নেভাদায় ১.৯৫ ভাগ, আইডাহোতে ১.৮৩ ভাগ, ফ্লোরিডায় ১.৮২ ভাগ, ওয়াশিংটনে ১.৭৮ ভাগ, ওরেগনে ১.৭১ ভাগ, কলরাডোতে ১.৬৮ ভাগ, আরিজোনায় ১.৬৬ ভাগ, ডিসিতে ১.৬১ ভাগ, টেক্সাসে ১.৫৮ ভাগ।
জনসংখ্যা বৃদ্ধির হার কম নিউ মেক্সিকোতে, ০.০৩ ভাগ , ক্যানসাসে ০.০২ ভাগ। জনসংখ্যা কমেছে নিউইয়র্কে ০.০১ ভাগ, মিসিসিপিতে ০.০২ ভাগ, পেনসিলভেনিয়ায় ০.০৬ ভাগ, ওয়াইওমিংয়ে ০.১৮ ভাগ, কানেকটিকাটে ০.২৩ ভাগ, ভারমন্টে ০.২৪ ভাগ, ইলিনয়ে ০.২৯ ভাগ, ওয়েস্ট ভার্জিনিয়ায় ০.৫৪ ভাগ।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা