নিউজিল্যান্ডের উত্তরের অকল্যান্ডের একটি বাসায় অগ্নিকাণ্ডে তিন শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন লঙ্কান অভিবাসী অ্যাডভোকেটের পাঁচ বছরের ছেলে, স্ত্রী ও শাশুড়ি। দগ্ধ হওয়া পরিবারের আরও কয়েকজন সদস্যকে পাশের মিডিলমোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম