পাকিস্তানের নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির রেইজ বলেছেন, আফগানিস্তান ও মধ্য এশিয়া বেশকিছু দেশের মতো ভারতেরও উচিত চীন-পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা ইকনমিক করিডরে অংশগ্রহণ করা। চীন-পাকিস্তানের সঙ্গে মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্টে অংশীদার হওয়া।
বুধবার বালুচিস্তানের ফ্রন্ট্রাল কর্পসের হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আমির রেইজ এসব কথা বলেন। খবর কলকাতা নিউজ টুয়েন্টিফোরের।
২৪৪২ কিমি দীর্ঘ চীন-পাকিস্তান ইকোনমিক করিডরই আরব সাগরের সঙ্গে সংযুক্ত করছে চীনকে। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে এই পথ যাওয়ার ফলে বহুবার ভারত সেই বিষয়ে প্রতিবাদ করেছে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা