জার্মানির বার্লিনে হামলাকারীকে ধরিয়ে দিতে এক লাখ ইউরো (এক লাখ চার হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। খবর সিএনএনের।
সোমবার বার্লিন শহরের এক জনাকীর্ণ বাজারে ট্রাক হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়। এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে।
তিউনিশিয়ার বংশোদ্ভূত আনিস আমরি নামের ২৪ বছর বয়সী যুবককে এ হামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে জার্মান প্রশাসন। তার ছবিও প্রকাশ করা হয়েছে।
এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করে বুধবার জার্মানির ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে বলা হয়েছে, 'অভিযুক্তকে দেখলে আমাদের জানান। কিন্তু নিজেকে বিপদে ফেলবেন না। কারণ এই ব্যক্তি বিপজ্জনক। তার কাছে অস্ত্র থাকতে পারে।'
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা