আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন আইনপ্রণেতার বাড়িতে হামলায় পাঁচজন নিহত হয়েছে। হেলমান্দ থেকে নির্বাচিত আইনপ্রণেতা মির ওয়ালি এই হামলায় বেঁচে গেলেও তার দুই নাতি নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর বিবিসির।
বুধবার সন্ধ্যায় তিন অস্ত্রধারী এ হামলা চালায়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অস্ত্রধারীরা বেশ কয়েকজনকে জিম্মি করেছে।
আইনপ্রণেতা ওয়ালির আত্মীয় এবং বন্ধুরা যারা হামলাকারীদের ফাঁকি দিয়ে প্রতিবেশীর বাড়ির দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়েছিল তারা জিম্মিদের মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হামলায় নিহতদের মধ্যে কান্দাহারের আইনপ্রণেতা ওবায়দুল্লাহ বারিকজাইয়ের ২৫ বছর বয়সী ছেলে ও দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। আহত হয়েছেন একজন সাবেক পুলিশ প্রধানও।
এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, বাড়িটিতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। এ কারণে সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ