ইরাকের জনবহুল নগরী মসুলে ইরাকি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট জিহাদিদের লড়াইয়ে শিশুরা হতাহত হওয়ার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বীভৎসতা প্রত্যক্ষ করছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে।
ইরাকের আইএস অধিকৃত সর্বশেষ এই নগরীকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। দুই মাসের বেশি সময় আগে শুরু হওয়া অভিযানটি চলছে। মসুলের পুর্বাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকা থেকে সরকারি বাহিনী জিহাদিদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নগরীর ১০ লাখ বা তার বেশি মানুষ এখনো জীবিত রয়েছে। এখনো উভয়পক্ষের মধ্যে লড়াই শেষ হয়ে যায়নি। সামনে আরও জোর লড়াই হতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র ডোনাটেলা রোভেরা এক বিবৃতিতে বলেন, ‘মসুলে শিশুরা উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যাচ্ছে। তারা যুদ্ধক্ষেত্রের এমন বীভৎস কিছু চিত্র দেখছে যা কোনো বয়সেরই কারো দেখা উচিৎ নয়।’
তিনি আরও বলেন, ‘আমি এমন শিশুদের সঙ্গে দেখা করেছি, যারা মারাত্মক আহত হয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো তারা গোলার আঘাতে, গাড়ি বোমা বা মাইন বিস্ফোরণে তাদের পরিবারের সদস্য বা প্রতিবেশীদের ছিন্নভিন্ন হওয়া লাশ দেখেছে। তারা চোখের সামনে তাদের বাড়িঘরকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছে।’
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম