সময় আর খুব একটা বাকি নেই। নতুন মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার প্রস্তুতির মধ্যেই বারাক ওবামা শিকাগোয় বিদায়ী ভাষণ দেওয়ার পরিকল্পনা করছেন। আগামী ১০ জানুয়ারি ওবামা এই ভাষণ দেবেন বলে জানা গেছে।
মার্কিন সরকারি কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
রাজনৈতিক জীবনে প্রথমে রাজ্যের সিনেটর এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন তিনি। আর এরপর দুই দুইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা।
১০ জানুয়ারি ভাষণের কয়েকদিন পর অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে।
তবে ওবামার এই ভাষণের ব্যাপারে হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ