সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান বিরোধ দূর করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন।বান কি মুন এই আহ্বান জানিয়েছেন বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানান জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহানা হক।
জানা যায়, বিগত ১০ বছর দায়িত্ব পালন করে আসা বান কি মুন জাতিসংঘের মহাসচিব পদ থেকে চলতি মাসের শেষের দিকে সরে দাঁড়াবেন। বান কি মুন তার বিবৃতিতে দুই প্রতিবেশী দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ দূর করতে উৎসাহিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার