ভূমিতে আক্রমণ করতে সক্ষম ভারতের ক্ষেপণাস্ত্র 'নির্ভয়' এর পরীক্ষা চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। পারমাণবিক বোমা ও প্রথাগত বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বুধবার। ভারতের টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পরীক্ষাটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই কার্যকারিতা হারায়। ২০১৩ সালের মার্চে ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয়, যা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। এরপর ২০১৪ ও ২০১৫ সালে অক্টোবরেও এটির পরীক্ষা চালানো হয়। কিন্তু বারবারই এ পরীক্ষা ব্যর্থ হয়েছে।
প্রায় এক দশক সময় ধরে এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়। সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের চাহিদা মেটাতেই এটি তৈরি করা হয় যা এক হাজার কিলোমিটার দূর থেকে ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। কিন্তু 'নির্ভয়' এর পরীক্ষা ব্যর্থ হওয়ায় ভারতের এ লক্ষ্যমাত্রা এখনই পূরণ হচ্ছে না।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা